টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারবে আজ বাংলাদেশ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

ছাদখোলা বাসে উৎসব করার মত উপলক্ষ আবারও তৈরি হলো। আবারও নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আবারও শিরোপা জয়ের সামনে সর্বশেষ বাধা স্বাগতিক নেপাল।

যেন সেই পুরনো স্ক্রিপট, একই মঞ্চ - শেষ পর্যন্ত একইভাবে নাটকের সমাপ্তিটাও যদি ঘটে, তাহলে ইতিহাস সৃষ্টি করতে পারবে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। টানা দ্বিতীয়বার নারী ফুটবলে চ্যাম্পিয়ন হবে সাবিনা খাতুনরা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে শিরোপা লড়াই।

গতবারের মত নারী সাফ ফুটবলের ফাইনালে প্রতিপক্ষ সেই নেপাল। সেই একই মাঠ কাঠমান্ডুর সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। এক কথায় গত আসরের পুনরাবৃত্তি। ফলাফলেরও পুনরাবৃত্তি কী হবে?

নেপালের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সে প্রত্যয়ের কথা জানিয়ছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। দুই বছর আগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

যদিও এবার শিরোপা জয় এতোটা সহজ হবে বলে মনে করছেন না সাবিনা। তাই তো ফাইনালে শিহরণ জাগানিয়া কিছুরই প্রত্যাশা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, ‘দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। সবার প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব।’

শিহরণ জাগানিয়া ফাইনাল হবে উল্লেখ করে সাবিনা আরও বলেন, ‘আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সবকিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। স্বাগতিক হওয়ায় ফাইনালে চাপে থাকবে নেপালই। আমি জানি, এই ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।