ব্যালন ডি’অর

বর্ণবাদের বিপক্ষে লড়াই-ই কাল হলো ভিনিসিয়ুসের জন্য!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি’অর পুরস্কার। সবার হাতে এ পুরস্কার ওঠে না। ভোটাভুটির মাধ্যমে বছরের সেরা পারফরমারের হাতেই তুলে দেয়া হয় এই পুরস্কার। তবে এবারের ব্যালন ডি’অর নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। যা ব্যালন ডি’অরের স্বচ্ছতা, নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে।

রিয়াল মাদ্রিদকে ট্রেবল জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে দলটির ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনসিয়ুস জুনিয়রের হাতেই এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে, তা ছিল মোটামুটি নিশ্চিত। সবাই ধরে নিয়েছিলো এটাই।

কিন্তু সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগেই মোটামুটি প্রকাশ হয়ে যায়, কে পেতে যাচ্ছেন এবারের পুরস্কারটি। সেখানে ভিনিসিয়ুস নয়, জানা যায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিই পেতে যাচ্ছেন এই গৌরবময় পুরস্কার। এরপরই রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন। তারা সেখানে যোগ দেননি।

ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানের পরই এ নিয়ে মুখ খুলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার মতে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার কারণেই তাকে শেষ মুহূর্তে ব্যালন ডি’অর পুরষ্কারটি দেয়া হয়নি, এ থেকে বঞ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ভিনিসিয়ুস লিখেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’ তার এই কথা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

গত মার্চেই বর্ণবাদের সবচেয়ে বড় শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। যেটা নিয়ে তাকে কাঁদতে পর্যন্ত হয়েছিলো। ওই সময় ভিনিসিয়ুস জানিয়েছিলেন, অসংখ্যবার তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। এর ফলে বর্ণবাদের বিপক্ষে লড়াইকে তিনি এক ধরনের সামাজিক আন্দোলনে রূপ দিয়েছেন। ভিনির বিশ্বাস, বর্ণবাদের বিপক্ষে লড়াই’ই ভোটাভুটিতে তার পয়েন্ট কমিয়ে দিয়েছে।

এই ব্রাজিলিয়ান ফুটবলার আবার একই সঙ্গে স্পেনের প্রতি সতর্কবাণী উচ্ছারণ করেছেন যে, বর্ণবাদ রুখতে না পারলে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন সুদুরপরাহত হয়ে যেতে পারে স্পেনের জন্য। বর্ণবাদীদের শাস্তির বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেন, ‘কোনো কিছু না করে সোজা জেলে ঢুকিয়ে দিতে হবে তাদের (বর্ণবাদীদের)।’

সদ্য সমাপ্ত এল ক্ল্যাসিকোয় রিয়ালের মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল, রাফিনহা এবং আলেজান্দ্রো বালদে। ভিনিসিয়ুস এ ঘটনায় বার্সার তিন ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন।

ভিনিসিয়ুস জুনিয়রের এক ম্যানেজমেন্ট কর্মকর্তা রয়টার্সকে এ নিয়ে জানান, রিয়াল মাদ্রিদের এই তারকা বর্ণবাদের বিপক্ষে লড়াই করছেন এবং ঠিক ব্যালন ডি’অর ভোটের সময় এ নিয়ে কঠোর ভাষায় কথা বলেছিলেন। ভিনিসিয়ুসের ম্যানেজমেন্ট টিম বলছে, ‘কোনো ফুটবলার বিদ্যমান ব্যবস্থার (সিস্টেম) বিপরীতে কথা বলবে, এ ধরনের ফুটবলারকে এখনও গ্রহণ করতে প্রস্তুত নয় ফুটবল বিশ্ব।’

ব্যালন ডি’অর থেকে বঞ্চিত করার প্রতিবাধে আর কী করতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র? তার একটাই অস্ত্র, মাঠের পারফরম্যান্স। আগামী শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজয়ের পর রিয়ালের ঘুরে দাঁড়ানোর মিশন। ভিনিসিয়ুসদেরও নিজেদের প্রমাণ করার মিশন শুরু হবে এই ম্যাচ দিয়ে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।