বহুল প্রতীক্ষিত বাফুফের নির্বাচন আজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আজ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফের এই নির্বাচন নিয়ে আগ্রহ সর্বমহলে। কেমন হবে এবারের নির্বাচন?

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১১টা থেকে শুরু হয়েছে বার্ষিক সাধারণ সভা। চলবে বেলা ১টা পর্যন্ত। এরপর ২টা থেকে ৬টা পর্যন্ত হবে ভোট।

কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন সভাপতির অপেক্ষায় এবার দেশের ফুটবল।

এবারের নির্বাচনে শীর্ষ দুই পদ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদ নিয়ে আলোচনা নেই। কেননা সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী কেবল একজন, দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান। সিনিয়র সহ-সভাপতি পদেও একক প্রার্থী ইমরুল হাসান।

চারটি সহ-সভাপতি পদ নিয়েই যা কিছু আলোচনা। ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ পদের জন্য। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নাসির শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

১৫টি সদস্য পদের জন্যও জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।