পিছিয়ে গেলো আইএফএ শিল্ড, খেলা হচ্ছে না মোহামেডানের!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৫ অক্টোবর ২০২৪

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডে অংশগ্রহণের সম্মতি দিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

৯ থেকে ২১ নভেম্বর কলকাতায় হওয়ার কথা ছিল মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। তবে আয়োজকরা বৃহস্পতিবার মোহামেডানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে নভেম্বরে টুর্নামেন্ট হবে না। নতুন তারিখ আগাগী বছর মার্চ।

গত বছর বাংলাদেশ থেকে মোহামেডান ও বসুন্ধরা কিংসকে আমন্ত্রণ জানিয়েছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ (আইএফএ)। কোনো দলেরই অংশ নেওয়া হয়নি ঘরোয়া ফুটবলের ব্যস্ততার কারণে । এবার শুধু মোহামেডানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ঘরোয়া ফুটবল দেড় মাসের মতো পিছিয়ে যাওয়ায় মোহামেডানের জন্য প্রাক মৌসুম প্রস্তুতির দারুণ এক সুযোগ হয়ে এসেছিল এই টুর্নামেন্ট। মোহামেডান সে সুযোগ কাজে লাগানোর জন্য খেলতে সম্মতি জানিয়েছিল। টুর্নামেন্টে মার্চে চলে যাওয়ায় অনিশ্চিত হয়ে গেলো মোহামেডানের অংশগ্রহণ।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।