১১ মিনিটে মেসির হ্যাটট্রিক, ৬ গোল করে মিয়ামির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ এএম, ২০ অক্টোবর ২০২৪

লিওনেল মেসি তো পুরিয়ে যাননি, যেন দিনে দিনে তরুণ হয়ে ফিরছেন। গত সপ্তাহে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই প্রতিচ্ছবি দেখা গেল আজ রোববারও। বাংলাদেশ সময় ভোরে মাত্র ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন তিনি।

মেসি এবার হ্যাটট্রিক করেছেন নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর হ্যাটট্রিকের সুবাদে এমএলএসে (মেজর লিগ সকার) প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারিয়েছে মিয়ামি।

বিশাল জয়ে এমএলএসের ইতিহাসে নতুন রেকর্ড করেছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল প্রতিযোগিতাটির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা।

৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২০২৪ মৌসুম শেষ করেছে শীর্ষে থাকা মিয়ামি। এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল নিউ ইংল্যান্ড। অর্থাৎ নিউ ইংল্যান্ডকে হারিয়েই নিউ ইংল্যান্ডের একক রেকর্ড ভেঙেছে মিয়ামি।

হোমম্যাচে এদিন ৫৭ মিনিটে মাঠে নামেন মেসি। মিয়ামির হয়ে শেষ তিনটি গোল করেন আজেন্টাইন সুপারস্টার। মেসি সবগুলো গোল করেন ৭৮ মিনিট থেকে ৮৯ মিনিটের মধ্যে।

এছাড়া লুইস সুয়ারেজ মিয়ামির হয়ে প্রথম দুটি গোল করেন। ৪০ ও ৪৩ মিনিটে নিউ ইংল্যান্ডের জাল কাঁপান তিনি। উরুগুয়ের তারকার দুটি অ্যাসিস্টও আছে এই ম্যাচে। মিয়ামির বাকি এক গোল করেন বেঞ্জামিন ক্রিমাচি (৫৮ মিনিটে)।

এই প্রথম এমএলএসে পূর্ণ মৌসুম শেষ করেছেন মেসি-সুয়ারেজ জুটি। পুরো মৌসুমে দুজনই করেন ২০টি করে গোল। মেসি খেলেন ১৯ ম্যাচ। অন্যদিকে ২৭ ম্যাচ খেলেছেন সুয়ারেজ।

নিউ ইংল্যান্ডের হয়ে দুটি করেন লুকা ল্যাঙ্গনি (২ মিনিটে) ও দায়লান বোরেরো (৩৪ মিনিটে)।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।