বাফুফে নির্বাচন

সদস্য পদের দুটি মনোনয়নপত্র প্রত্যাহার, শেষ হবে রোববার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিন। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে দুইজন সদস্য পদের মনোনয়নপত্র প্রত্যার করে নিয়েছেন।

বর্তমান নির্বাহী কমিটির সদস্য খুলনার সাইফুল ইসলাম তার সদস্য পদে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যজন আাবদুল হাফিজ। সদস্য পদের দুটি মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ায় এখন পর্যন্ত প্রার্থী থাকলেন ৪৮জন। রোবার দ্বিতীয় দিনে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এবারের নির্বাচনে শেষ পর্যন্ত কতজন প্রতিদ্বন্দ্বিতা করেন তা জানা যাবে রোববার ২টার পর। অনেকেরই ধারণা আরো কয়েকটি মনোনয়নপত্র প্রত্যাহার হতে পারে। রোববার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বাফুফের নির্বাচন কমিশন।

২০২০ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ৪৯ জন প্রার্থী ছিলেন ভোটের লড়াইয়ে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।