সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন তরফদার রুহুল আমিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

প্রথমে ঘোষণা দিয়েছিলেন সভাতি পদে নির্বাচন করবেন। পরে মনোনয়নপত্র বিতরণের সময় তরফদার রুহুল আমিনের খোঁজই পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র তুললেন এবং জমাও দিলেন আজ (মঙ্গলবার)। যদিও সেই মনোনয়নপত্র নিয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদের জন্য।

বাফুফে ভবনে আজ নিজে না এসে প্রতিনিধির মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত এই ব্যবসায়ী সংগঠক।

সভাপতি পদে তাবিথ আউয়াল ছাড়া খুব বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আলোচনাই নেই এই পদ নিয়ে। এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু সিনিয়র সহ-সভাপতি পদ নিয়ে। কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুই হেভিওয়েট প্রার্থী তরফদার রুহুল আমিন এবং বসুন্ধরা কিংসের ইমরুল হাসানের মধ্যে।

আজ বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ সময়। মোট ২১টি পদের জন্য ৬২টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল। নির্ধারিত সময় শেষ হলে জানা যাবে কতগুলো জমা পড়েছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, সভাপতি ও সহ-সভাপতি পদের মনোনয়নপত্র তোলা আব্দুল্লাহ আল রেদোয়ান ফোয়াদ একটিও জমা দেননি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।