বাফুফে নির্বাচন

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন তাবিথ আউয়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৪

বাফুফে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সভাপতি পদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল। মঙ্গলবার তাবিথের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার ভাই আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল। দুপুর ১টার দিকে নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহীনকে নিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তাবিথ নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি।

সোমবার বিকেলে তাবিথ আউয়াল জাগোনিউজের সঙ্গে আলাপচারিতায় আভাস দিয়েছিলেন, তিনি সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা নাও দিতে পারেন।

তাবিথ আউয়াল বলেছিলেন, ‘আমি ২০২০ সালে বাফুফে থেকে বের হয়েছিলাম। তারপর আর ঢুকিনি। এবার নির্বাচিত হলে সভাপতি হিসেবেই বাফুফে ভবনে প্রবেশ করবো।

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন তাবিথ আউয়াল

শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকেই নিজে না এসে ভাইকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল।

তাবিথের পরপরই মনোনয়নপত্র জমা দিয়েছেন সহ-সভাপতি পদে নাসের শাহরিয়ার জাহেদী। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ‘আমি প্রথবার বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, কাউন্সিলররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। জিতলে দেশের ফুটবল উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবো।’

আরআই/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।