বাফুফে নির্বাচন

শেষ বিকেলের চমক রেদওয়ান, নিলেন সভাপতি পদের মনোনয়নপত্র

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিনের শেষ বিকেলে চমক দেখিয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।

ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের এই কাউন্সিলর মনোনয়নপত্র নিয়েছেন বাফুফের সভাপতি পদে।

এ নিয়ে সভাপতির মনোনয়নপত্র কিনলেন ৪ জন। এ নিয়ে সভাপতির মনোনয়নপত্র কিনলেন ৪ জন। বাকি তিনজন হলেন-তাবিথ আউয়াল, এ এফ এম মিজানুর রহমান চৌধুরী এবং শাহাদাত জোবায়ের।

আগামী ২৬ অক্টোবর বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।