বাফুফে নির্বাচন
শেষ বিকেলের চমক রেদওয়ান, নিলেন সভাপতি পদের মনোনয়নপত্র
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিনের শেষ বিকেলে চমক দেখিয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।
ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের এই কাউন্সিলর মনোনয়নপত্র নিয়েছেন বাফুফের সভাপতি পদে।
এ নিয়ে সভাপতির মনোনয়নপত্র কিনলেন ৪ জন। এ নিয়ে সভাপতির মনোনয়নপত্র কিনলেন ৪ জন। বাকি তিনজন হলেন-তাবিথ আউয়াল, এ এফ এম মিজানুর রহমান চৌধুরী এবং শাহাদাত জোবায়ের।
আগামী ২৬ অক্টোবর বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আরআই/এমএমআর/জেআইএম