সালাহর রেকর্ডগড়া রাতে লিভারপুলের জয়, জিতলো জুভেন্টাসও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৩ অক্টোবর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক রাত কাটালেন মোহামেদ সালাহ। নিজে গোল করলেন, করালেনও। গড়লেন অ্যানফিল্ডের রেকর্ড। নামের পাশে জুড়লো আফ্রিকান রেকর্ডও।

বুধবার সালাহময় রাতে বোরোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর্নে স্লটের দলের এটি আসরের দ্বিতীয় জয়।

অ্যানফিল্ডে বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সালাহর বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক আলিস্টার।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫তম মিনিটে সালাহ নিজেও পান গোল। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের আসরে অ্যানফিল্ডের মাঠে সালাহর টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারও নেই।

ওই গোলে আরো একটা রেকর্ড গড়েছেন সালাহ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ গোল এখন তার, পেছনে ফেলেছেন ৪৪ গোল করা দিদিয়ের দ্রগবাকে।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জুভেন্টাসও। ইতালিয়ান ক্লাবটি দুইবার পিছিয়ে পড়েছিল, আধ ঘণ্টার বেশি সময় খেলেছে দশজন নিয়ে (৫৯ মিনিটে লালকার্ড পান মিচেলে ডি গ্রেগরিও)। তারপরও রোমাঞ্চকর লড়াইয়ে লাইপজিগকে তারা হারিয়েছে ৩-২ গোলে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।