বাফুফে নির্বাচন

প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের কাউন্সিলর হলেন যারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০১ অক্টোবর ২০২৪

দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ২৬ অক্টোবর। নির্বাচের তফসিল ঘোষণা এখনো হয়নি। তবে বাফুফের নিবন্ধিত সংস্থাগুলো কাউন্সিলরের নাম জমা দেওয়ার পর ভোটের বাদ্য বেজে গেছে।

বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় কাউন্সিলরদের নামের তালিকা অনুমোদনের পরই প্রেরণ করা হবে নির্বাচন কমিশনের কাছে। তারপর বাফুফে গঠিত কমিশন ২৬ অক্টোবর ভোটের দিন ঠিক রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

বাফুফের নিবন্ধিত সংস্থাগুলোর মধ্যে ক্লাব ৫৩টি। তবে সবার দৃষ্টি থাকে প্রিমিয়ারের ক্লাবগুলোর দিকে। দেশের শীর্ষ লিগের ক্লাবগুলো থেকে আসা কাউন্সিলররাই ভোটের গতিবিধি ঠিক করেন। বিশেষ করে দেশের দুই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান এবং আবাহনীর কাউন্সিলররা।

তবে এবারের নির্বাচের প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘ ১৬ বছর পর ভোটের মাঠে থাকছেন না কাজী মো. সালাউদ্দিন। দেশ পরিচালিত হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে। যে কারণে ক্লাবগুলোর কাউন্সিলর তালিকায় এসেছে কিছু পরিবর্তন।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর ডেলিগেট অপরিবর্তিতই আছে। গত নির্বাচনের মতো এবারও কাউন্সিলর থাকছেন ক্লাবটির অন্যতম পরিচালক কাজী এনাম আহমেদ।

মোহামেডানে গত নির্বাচনে কাউন্সিলর ছিলেন মোহাম্মদ মঞ্জুর আলম। এবার তারা কাউন্সিলর মনোনীত করেছে ক্লাবের ডাইরেক্টর ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাউন্সিলর হয়েছেন ক্লাবটির ধর্মবিষয়ক সম্পাদক মুহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী। গত নির্বাচনে কাউন্সিলর ছিলেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান।

প্রিমিয়ার লিগের ১০ ক্লাবের কাউন্সিলর যারা

বসুন্ধরা কিংস: মুহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড: প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, আবাহনী লিমিটেড: কাজী এনাম আহমেদ, বাংলাদেশ পুলিশ এফসি: মো. মাইনুল হাসান, ফর্টিস ফুটবল ক্লাব: মো. শাহিন হাসান, চট্টগ্রাম আবাহনী: তরফদার মো. রুহুল আমিন, রহমতগঞ্জ: শহিদুল ইসলাম বাবুল, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব: মোস্তাফিজুর রহমান মাইনু, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব: মাহবুবুর রহমান শাহিন, ব্রাদার্স ইউনিয়ন: সাব্বির আহমেদ আরেফ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।