রদ্রিকে ছাড়া খেলতে নেমেই পয়েন্ট হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

মৌসুমের বাকি সময়ের পুরোটাই রদ্রিকে মিস করবে ম্যানচেস্টার সিটি। আজ শনিবার রাত থেকে শুরু হলো রদ্রিবিহীন সিটির সেই অস্বস্তিকর যাত্রা। স্প্যানিশ মিডফিল্ডারকে ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচেই হোঁচট খেলো ম্যানসিটি। এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট খোঁয়ালো সিটি। গেল রোববার আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল তারা। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন রদ্রি। এরপর গতকাল শুক্রবার মৌসুমের বাকি সময় রদ্রির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোচ গার্দিওলা।

শনিবার নিউক্যাসলের জেমস পার্কে ৮ বার হলুদ কার্ড বের করেন রেফারি। ৪টি করে সতর্কতামূলক কার্ড ভাগাভাগি করে নেন সিটি ও নিউক্যাসলের ফুটবলাররা।

ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় ম্যানসিটি। জ্যাক গ্রিলিশের পাস থেকে বল পেয়ে গোল করেন জোস্কো জিবারডিওল।

৫৮ মিনিটে অ্যান্হনি গর্ডনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। গর্ডনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ম্যানসিটির গোলরক্ষক এডারসন। স্পট কিকে সিটির জাল কাঁপাতে মোটেও ভুল করেননি গর্ডন। ইংলিশ ফরোয়ার্ডের গোলে ১-১ সমতায় ফেরে নিউক্যাসল।

টানা দুই ম্যাচে পয়েন্ট খোঁয়ালেও এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।