মারুফুল হক কোচ থাকলে কোনো ফুটবলার ছাড়বে না কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ফুটবলার ছাড়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ওই দলের কোচ মারুফুল হক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস। যার জেরে বসুন্ধরা কিংস চিঠি দিয়ে বাফুফেকে জানিয়েছে, মারুফুল হকের অধীনে কোনো দলেই তারা কোনো খেলোয়াড় ছাড়বে না।

২১-২৯ অক্টোবর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই খেলা। এ সফরের জন্য অনুশীলন চলছে বুয়েট মাঠে। বসুন্ধরা কিংসের ৫ খেলোয়াড় ডেকেছিলেন কোচ। কিংস ক্যাম্পে পাঠিয়েছিল দুজন।

বিজ্ঞাপন

কিংস অভিযোগ করেছে, তাদের দুই খেলোয়াড়কে অনুশীলনে যোগ দিতে দেননি কোচ। কোচের এমন আচরণকে অপেশাদার হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় চিঠি দিয়ে তাদের কোনো খেলোয়াড় না ছাড়ার কথা বাফুফেকে জানিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সিরিয়া, ভুটান, গুয়ামের সঙ্গে। প্রতিযোগিতার ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ দল বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মারুফুল হকের অধীনে এই দলটিই নেপালে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।