কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বশেষ রাউন্ডে একইদিনে হেরেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এদিকে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দুই রকম ফল হয়েছে লাতিন আমেরিকার দল দুটির।
কলম্বিয়ায় চলমান মেয়েদের ইয়ুথ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নকআউট পর্বে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সেমিতে ওঠার লড়াইয়ে ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিলের মেয়েরা।
অন্যদিকে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। জার্মানির মেয়েদের কাছে আর্জেন্টিনা হেরেছে ৫-১ গোলে। কোয়ার্টার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
আরআই/এমএইচ/এএসএম