ছয় মাস ড্রাইভিং নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

ওয়েলসে মোটর আইন ভাঙায় ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা পেয়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

চলতি বছরের শুরুতে পোর্শে কেয়েন গাড়ি চালনায় অনিয়মের দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার সাজা ঘোষণার দিন আদালতে হাজির হননি ২৩ বছর বয়সী ফার্নান্দেজ।

নভেম্বরে লানেলি শহরে লাল বাতি থাকা অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়া এবং গত ডিসেম্বরে সোয়ানসিতে দ্রুত গতিতে ফার্নান্দেজের গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। তবে ওই গাড়ির ড্রাইভিং সিটে ফার্নান্দেজ ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনা জাতীয় দলের এই তারকা ফুটবলার গাড়িটির নিবন্ধিত মালিক। কিন্তু পুলিশের কাজে অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। যার জেরে ৪ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে ফার্নান্দেজকে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।