ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাদশে দুই পরিবর্তন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রথম ম্যাচে চোট পাওয়া রাকিব হোসেন ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে পারবেন না সেটা জানাই ছিল। এটাও অনুমেয় ছিল যে, প্রথম ম্যাচে রাকিবের জায়গায় মাঠে নামা শাহরিয়ার ইমন একাদশে ঢুকবেন।

তাকে নিয়েই দ্বিতীয় ম্যাচের একাদশ সাজিয়েছেন কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা। প্রথম ম্যাচের একাদশে পরিবর্তন আছে আরো একটি। সেটা রক্ষণে। বিশ্বনাথ ঘোষের জায়গায় ইসা ফয়সালকে দলে নিয়েছেন কোচ ক্যাবরেরা।

আজ (রোববার) সন্ধ্যা ৬ টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। গত ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতে সিরিজে এগিয়ে রয়েছে। ভুটানের সামনে সিরিজে সমতা আনার সুযোগ, বাংলাদেশের সামনে সুযোগ ব্যবধান ২-০ করা।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মন, শাকিল, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, সোহেল রানা, সোহেল রানা-২, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ রিদয়, মোরসালিন ও শাহরিয়ার ইমন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।