ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলে নেই রাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ দলের সময়ের সেরা পারফরমার রাকিব হোসেন। দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছেন না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই ফরোয়ার্ডকে বাইরে রেখেই রোববার দল সাজাতে হবে কোচকে। রাকিব না থাকলেও ২-০ ব্যবধানে সিরিজ জিততে চান জামাল ভূঁইয়া।

আজ শনিবার থিম্পু থেকে পাঠানো ভিডিওবার্তায় জামাল বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। আমরা ৫০ ভাগ লক্ষ্যপূরণ করেছি প্রথম ম্যাচ জিতে। দ্বিতীয় ম্যাচও জিততে চাই, মাঠ ছাড়তে চাই ৩ পয়েন্ট নিয়ে।’

বিজ্ঞাপন

প্রতিপক্ষ ভুটান সম্পর্কে এই মিডফিল্ডারের অভিমত, ‘প্রথম ম্যাচে ভুটান অনেক ভালো খেলেছে। যদিও চেনচোসহ কয়েকজন নিয়মিত ফুটবলার তাদের এই দলে নেই। তারপরও তারা অনেক ভালোভাবে লড়াই করেছে। শেষ ম্যাচে তারাও চেষ্টা করবে জেতার জন্য। আমরা হাল ছাড়বো না। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।’

দলের সহকারী কোচ ও সাবেক তারকা ফুটবলার হাসান আল মামুন বলেছেন, ‘প্রথম ম্যাচে রাকিব পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পেয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে এই ম্যাচে খেলানো যাবে না। তবে লম্বা সময় তাকে বসেও থাকতে হবে না। দ্রুতই জাতীয় দলে ফিরবে সে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুটানের খেলার কৌশল সম্পর্কে মামুন বলেন, ‘এই ভুটানকে আগে কখনো দেখিনি। প্রথম ম্যাচে তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছে। আগে কখনো তাদেরকে এই পদ্ধতিতে খেলতে দেখিনি।’

শেষ ম্যাচে বাংলাদেশের রণকৌশল কি হবে তা জানিয়ে দিলেন সাবেক এই ফুটবলার, ‘আগের ম্যাচের যা ভুল ছিল, তা চিহ্নিত করেছি। তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করেছি। সেখানেই খেলবো আমরা।’

এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুই জয় তুলে নিয়ে ফিফা র্যাংকিংয়ে উন্নতি করা। যাতে করে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর প্লটে থাকা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসান আল মামুন বলেন, ‘আমরা এখানে এসেছি ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্য। আগে বড় বড় দলের সঙ্গে খেলেছি। এখন খেলছি সমশক্তির দলের সাথে।'

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।