বিদায়ী ম্যাচটা রাঙাতে পারলেন না সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

দু’দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায়। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচটাই হবে তার ক্যারিয়ারের শেষ। রাজধানী মন্টেভিডিওর এস্টাডিও সেন্টেনারিওতে লুইস সুয়ারেজের বিদায়ী ম্যাচ দেখতে হাজির হয়েছিলো প্রায় ৪৮ হাজার দর্শক।

কিন্তু শেষ বেলায় দর্শকদের মন ভরাতে পারেননি উরুগুয়ের ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলার। কোনো গোল করতে পারেননি। করাতেও পারেননি। শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হলো গোলশূন্য ড্র।

উরুগুয়ে

১৭ বছরের ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে মোট ১৪৩টি ম্যাচ খেলেছেন লুইস সুয়ারেজ। এর মধ্যে গোল করেছেন তিনি ৬৯টি। উরুগুয়ের ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলের অধিকারী। সে সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচও খেলেছেন তিনি।

এস্টাডিও সেন্টেনারিওয় সুয়ারেজের বিদায়ী ম্যাচ উপলক্ষে উৎসবে পরিণত হয়। কিন্তু প্যারাগুয়ের শক্তিশালী ডিফেন্স সেই উৎসবে পানি ঢেলে দেয়।

প্যারাগুয়ে মাঠে নেমেছিলো নতুন কোচ গুস্তাভো আলফারোর অধীনে। এই ম্যাচটাতে ছিল কোচের অভিষেক। তার পরিকল্পনাতেই সুয়ারেজের ফেয়ারওয়েলটাকে রাঙানো গেলো না।

এই ড্র’য়ের কারণে অবশ্য অবস্থানের পরিবর্তন হলো না উরুগুয়ের। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুইয়নরা। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে প্যারাগুয়ে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।