উয়েফা নেশনস লিগ
টানা ৯ ম্যাচ জেতা স্পেনকে থামিয়ে দিলো সার্বিয়া
ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে সার্বিয়া। গ্রুপ-এ৪ এর খেলায় গোলশূন্য ড্র করেছে দুই দল। এতে থেমে গেছে স্পেনের টানা ৯ ম্যাচে জয় অর্জনের ধারা। এতে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো স্পেন। গেল মার্চের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক আসরে পয়েন্ট হারালো স্প্যানিশরা।
সর্বশেষ ইউরোতে ৭ ম্যাচের সবগুলোতেই জিতেছিল স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
গতকাল বৃহস্পতিবার রাতে সার্বিয়ার মাঠেও দুর্দান্ত ছিল স্পেন। বল দখল, শট অন টার্গেট, গোল চেষ্টা- সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল স্প্যানিশরা। কিন্তু দুর্ভাগ্যবশত ২২ বারের গোলচেষ্টাকেও সফলতা দিতে পারেনি সফরকারীরা।
এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি মিডফিল্ডার রদ্রি ও নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতা। যে কারণে প্রথমার্ধে স্পেন ছিল অনেকটা ধীরগতির। এই অর্ধে লক্ষ্যে মাত্র দুটি শট নিতে পেরেছিল তারা। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন গোলরক্ষক উনাই সিমনও।
প্রথমার্ধে গোল করার সুবর্ণ সুযোগ মিস করেন সার্বিয়ার লুকা জোভিক। আর দ্বিতীয়ার্ধে কাছ থেকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্পেনের দানি কার্ভাহাল।
বার্সেলোনার কিশোর তারকা লামিন ইয়ামাল বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন। তিনিও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।
স্পেন কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথমার্ধে আমাদের সবকিছুর অভাব ছিল। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো ছিলাম এবং অনেক উন্নত ছিলাম। কিন্তু সামনে কার্যকারিতার অভাব ছিল। আমরা আরও ভালো করতে পারতাম। খেলোয়াড়রা একটু ক্লান্ত ছিল। উত্তাপ, উত্তেজনা এবং আমাদের শক্তি ফুরিয়ে গিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমি চিন্তিত নই। এই পরিস্থিতিতে এটি আমাদের জন্য প্রায় একটি প্রাক-মৌসুম খেলা। এখনো কেবল মৌসুমের শুরু। খেলোয়াড়দের জন্য ঠাসা শিউউল। এটি একটি প্রক্রিয়া এবং আমরা এগিয়ে যাবো।’
এমএইচ/জিকেএস