৭ গোলে চীনকে বিধ্বস্ত করলো জাপান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

২০২৬ বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক বাছাইপর্বে চীনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান। সি-গ্রুপের খেলায় বিশাল ব্যবধানে জিতে বাছাইপর্বের তৃতীয় ধাপে দুর্দান্ত শুরু করেছে জাপানিজরা।

আজ বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। বাকি ৫ গোল দ্বিতীয়ার্ধে করে জাপানিরা।

বিজ্ঞাপন

মাত্র ১২ মিনিটের মাথায় চীনের জাল কাঁপান জাপানের ওয়াটারু এন্ডো। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+২ মিনিটে) দ্বিতীয় গোল করেন কাউরু।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া গোল করেন তাকুমি মিনামিনো। ৫২ ও ৫৮ মিনিটে গোল করেন তিনি। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর গোল উৎসবে কিছুটা বিরতি নেয় জাপান। ৭৭ মিনিটে পঞ্চম গোল করেন জুনা ইটো। ১০ মিনিট পর সফরকারীদের জালে বল জমা করেন দাইজেন মেডা (৬-০)।

চীনের কফিনে সর্বশেষ পেরেকটা ঠুকে দেন থাকিফুসা কুবো। ৯৫ মিনিটে গোল করেন তিনি। এতে ৭-০ গোলের বিশাল জয় পায় স্বাগতিকরা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।