ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ভুটান ও বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে। পঞ্চম মিনিটে গোলটি করেছেন মোরসালিন।

ডান প্রান্তের কর্নার ফ্লাগ থেকে ক্রস নিয়েছিলেন রাকিব হোসেন। ভুটানিজ গোলরক্ষক ফিস্ট করতে চেয়েছিলেন। তবে ঠিকঠাক হয়নি। সামনে দাঁড়ানো মোরসালিনের পায়ে বল লেগে আবার ভুটানি গোলরক্ষকের গায়ে লাগে। মোরসালিনের সামনে তখন ফাঁকা পোস্ট। ডান পায়ের টোকায় বল জালে ঠেলে দেন এই ফরোয়ার্ড।

২০ মিনিটে ম্যাচে সমতা আনার সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কর্নার থেকে জেলসেনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বাকি সময়ে আর গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তপু বর্মন, শাকিল, বিশ্বনাথ, সাদ উদ্দিন, সোহেল রানা, সোহেল রানা-২, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ রিদয়, মোরসালিন ও রাকিব।

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।