অনুষ্ঠানে ডেকে নিয়ে রোনালদোকে খোঁচা, জবাব দিলেন সিআরসেভেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ৩০ আগস্ট ২০২৪

নিয়ম বদলে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। নতুন নিয়মে শুরু হতে যাওয়া ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাবান প্রতিযোগিতার ড্রও হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার রাতে।

মোনাকাতে এই ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই তারকার উপস্থিতিতে ড্র সম্পন্ন হয়েছে প্রযুক্তির মাধ্যমে। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সফটওয়্যার।

অতিথি হিসেবে অনুষ্ঠানে যাওয়া রোনালদোর হাতে সম্মাননাও তুলে দিয়েছে উয়েফা। এই সম্মান শুধু অতিথি হিসেবে পেয়েছেন আল নাসর তারকা, ব্যাপারটি মোটেও এমন নয়। বরং এটি রোনালদোর অর্জনের স্বীকৃতি।

উয়েফা চ্যাম্পিয়নশিপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। মর্যাদাবান প্রতিযোগিতাটিতে ১৪০ গোল করেছেন ‘সিআরসেভেন’ খ্যাত এই তারকা। যদিও বর্তমানে রোনালদো খেলছেন সৌদি প্রো লিগে আল নাসরের জার্সি পরে।

অনুষ্ঠানে অস্বস্তিকর একটি পরিস্থিতিতেও পড়েছেনে রোনালদো। তাকে খোঁচা দিয়েছেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন। কারণ, রোনালদো এখন চ্যাম্পিয়ন লিগের মতো মর্যাদাবান প্রতিযোগিতায় খেলেন না।

আলেক্সান্ডার সেফেরিন হয়তো তার বাঁকা ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, রোনালদো এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছেন না। তাকে খেলতে হচ্ছে সৌদি আরবে। যে প্রতিযোগিতার তেমন নেইম-ফেইম নেই।

আলেক্সান্ডার সেফেরিনকে অবশ্য জবাবও দিয়েছেন রোনালদো। বলেছেন, এখনো চ্যাম্পিয়ন্স লিগে খেলার দরজা খোলা আছে তার। চাইলেই তিনি চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারবেন।

রোনালদো বলেন, ‘আমি এশিয়ান (চ্যাম্পিয়ন্স) লিগ খেলি, এটা ভুলে যাবেন না। এখানে আসা আমার জন্য আনন্দের। এই চমৎকার পুরস্কারের জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমার কাছে অনেক বড় কিছু।’

তিনি আরও বলেন, ‘আপনি যেমন জানেন, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা। আমার সুযোগ ছিল, শুধু আপনি জানেন না যে রেকর্ড নিজেই কথা বলে। কিন্তু আমি সেটি বুঝাইনি। সেই প্রতিযোগিতায় খেলার আনন্দকে বুঝিয়েছি।... এটি আমাদের অনুপ্রেরণা।’

‘ফুটবল... আপনি কখনই জানেন না কী ঘটতে চলেছে। দেখা যাক, ভবিষ্যত কী নিয়ে আসে’- যোগ করেন রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে মোট ৫বার শিরোপা জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার আর রিয়াল মাদ্রিদের হয়ে চারবার এই শিরোপা জিতেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগালের এই তারকা।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।