ক্যাবরেরার চূড়ান্ত দলে সাফজয়ী মিরাজুল, চন্দন, শাকিল ও রাহুল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৯ আগস্ট ২০২৪

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার দেশে ফিরেই পেলেন দলের তিন খেলোয়াড়। টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা ও সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম, ডিফেন্ডার শাকিল আহাদ তপু, মিডফিল্ডার চন্দন রায় ও ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল জায়গা করে নিয়েছেন ভুটানগামী জাতীয় ফুটবল দলে।

বৃহস্পতিবার রাতে এই সফরের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

১৪ জন খেলোয়াড় নিয়ে তিনদিন আগে অনুশীলন শুরু করেছিলেন কোচ ক্যাবরেরা। বসুন্ধরা কিংস থেকে ডাক পাওয়া এবং অনূর্ধ্ব-২০ দল থেকে ডাক পাওয়া খেলোয়াড়রা শুক্রবার বিমানবন্দরে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৫ ও ৮ আগস্ট ভুটানের থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।

২৩ জনের দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন।

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু।

মধ্যমাঠ: সোহেল রানা, মো. রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি।

আক্রমণভাগে: রাকিব হোসেন, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুল।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।