বিকেলে ফিরছে সাফজয়ী যুবারা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৯ আগস্ট ২০২৪

বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল সাফজয়ীদের। কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে সে সময়ে আসতে পারবেন না তারা।

নতুন শিডিউল অনুসারে ৪টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা বাংলাদেশের যুবাদের।

গতকাল বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এতে সাফে আরেকটি ইতিহাস গড়লো বাংলাদেশের ফুটবলাররা।

সাউথ এশিয়ান গেমস ফুটবলে প্রথম স্বর্ণ, মেয়েদের সাফের একমাত্র শিরোপার পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

এই টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয় ছিল অবিশ্বাস্য। কারণ, আসর শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতি তেমন ভালো ছিল না। গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশের যুবারা।

ফাইনালে স্বাগতিক দলের দর্শকদের চোখ কপালে তুলেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছেন মিরাজুল ইসলাম। অন্য দুটি গোল করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াশ আহমেদ নোভা।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।