মত পাল্টেছে ভুটান, বাংলাদেশকে খেলতে হবে তাদের দেশে গিয়ে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২১ আগস্ট ২০২৪

সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তা চূড়ান্ত হয়েছিল বেশ কিছুদিন আগেই। তবে ম্যাচ ঢাকায় হবে নাকি থিম্পুতে এই সিদ্ধান্তে পৌঁছাতে বিলম্ব হওয়ায় বাফুফেও এই ম্যাচ দুটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

দুই দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নিশ্চিত করেছিলেন ভুটানের বিপক্ষে খেলা হবে। ভেন্যু ঠিক করতে আরো দুই-একদিন লাগবে।

বাফুফে খুব করে চেয়েছিল ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি আয়োজন করতে। ঘরের মাঠের সুবিধা নিয়ে ভুটানের বিপক্ষে খেলার চেষ্টা করেও পারেনি বাফুফে।

ভুটান প্রথম বাংলাদেশে এসেই ম্যাচ দুটি খেলতে চেয়েছিল। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে মত পাল্টিয়েছে ভুটান। তাই বাংলাদেশকে এখন অ্যাওয়েতে গিয়েই ম্যাচ দুটি খেলতে হবে।

ম্যাচের তারিখও নির্ধারণ হয়েছে। ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে ম্যাচ হবে। বাংলাদেশ দল ভুটান যাবে ৩০ আগস্ট। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১১ জুন। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছে লেবাননের কাছে।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।