ধ্বংসলীলা চালানো হয়েছে ফর্টিস এফসির হোম ভেন্যুতেও

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১০ আগস্ট ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে চালানো হয়েছে ব্যাপক ধ্বংসলীলা। বাদ যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ফর্টিস এফসিও। গত সোমবার (৫ আগস্ট) রাতে ক্লাবের পূর্বাচলে অবস্থিত ক্লাবটির হোম ভেন্যুতেও ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়।

ফর্টিস এফসির ফুটবল দলের ম্যানেজার রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘একটি ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে আমি দেশের বাইরে ছিলাম। শুক্রবার রাতে ঢাকায় ফিরে আজ (শনিবার) মাঠে গিয়ে দেখি সবকিছু চুরমার করে দেওয়া হয়েছে।’

সাবেক এই ফুটবলার জানান, এটা মূলত, ক্লাবের হোম গ্রাউন্ড। এখানে একটি ড্রেসিং রুম এবং মাঠ পরিচর্যার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। যেমন- মাঠ সংস্কারের ট্রাক, পে লোডার ও রোলার মেশিন। সবকিছুই ধ্বংস করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। ড্রেসিং রুমও ভাংচুর করা হয়েছে।

ধ্বংসলীলার শিকার হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্য দুই ক্লাব আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

ফর্টিস ক্লাব বাফুফেকে জানিয়েছে কি না জানতে চাইলে রাশেদুল ইসলাম বলেন, ‘আসলে এখন যারা দায়িত্ব পালন করছেন তারা এ ঘটনায় হতভম্ব হয়ে গেছেন। কাউকে কিছু অবহিত করা প্রয়োজন, তা ভাবার মতো অবস্থায়ও ছিল না। এখন আমি বাফুফেকে বিষয়টি জানাবো। কারণ, দলবদল চলছে। আর মাত্র কয়েকদিন বাকি।’

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।