প্যারিস অলিম্পিক: নারী ফুটবল থেকেও জাপানের বিদায়
আগের দিন স্পেনের কাছে হেরে পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল এশিয়ার পরাশক্তি জাপান। একদিন পর যুক্তরাষ্ট্রের কাছে হেরে নারী ফুটবল থেকেও বিদায় নিলো জাপান। দুই ইভেন্ট থেকে জাপানের বিদায়ে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলে এশিয়ার কোনো দলই থাকলো না।
শনিবার (৩ আগস্ট) নারী ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গোল করে সেমিফাইনালে উঠে যায় অলিম্পিকের চারবারের স্বর্ণজয়ী দেশ যুক্তরাষ্ট্র। ১০৫ মিনিটে গোল করেন ত্রিনিতি রদমান।
অলিম্পিকের নারী ফুটবলে জাপানের কাছে দুঃস্বপ্নের নাম যুক্তরাষ্ট্র। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল জাপান। ২০১২ লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেও আমেরিকান মেয়েদের কাছে হারতে হয়েছে জাপানকে। এবার সে দলের কাছে হেরে বিদায় নিলো কোয়ার্টার ফাইনাল থেকে।
সেমিফাইনালে যুক্তরাষ্ট্র খেলবে কানাডা ও জার্মানির দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে।
আরআই/কেএসআর