মারুফুল হকের অধীনে বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের প্রস্তুতি শুরু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০১ আগস্ট ২০২৪

দুটি বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জন্য দেশের সিনিয়র কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের।

আগামী ১৮ থেকে ২৮ আগস্ট নেপালের কাঠমান্ডুতে হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং ২১ থেকে ২৯ সেপ্টেম্বর ভিয়েতনামে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব।

বিজ্ঞাপন

দুটি টুর্নামেন্টের জন্য ৩৪ ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে। ৩০ জুলাই থেকে এই ক্যাম্প চলছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। এই গ্রুপে পাকিস্তান থাকলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। 'বি' গ্রুপের ৩ দল হচ্ছে ভারত, মালদ্বীপ ও ভুটান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আছে সিরিয়া, ভুটান, গুয়াম ও স্বাগতিক ভিয়েতনাম। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে।

ক্যাম্পের ৩৪ ফুটবলার

গোলরক্ষক: মেহেদি হাসান শ্রাবণ, মো. আসিফ, সোহানুর রহমান, ইসমাইল হোসেন মাহিন।

রক্ষণভাগ: ইমরান খান, আজিজুল হক অনন্ত, ইনসান হোসেন, গোলাম রাব্বি, শাকিল আহাদ তপু, কামাচাল মারমা, রাজিব হোসেন, রুস্তম ইসলাম, রাতুল, রাকিব হোসেন, সিরাজুল ইসলাম রানা, পারভেজ আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মধ্যমাঠ: মজিবুর রহমান জনি, চন্দন রায়, আসাদুল মোল্লা, আকমল হোসেন নয়ন, আরিয়ান, রাজু আহমেদ জিসান, মহসিন আহমেদ, রহমত উল্লাহ জিসান, আশরাফুল হক আসিফ, মো. আলমগীর, আসাদুল ইসলাম সাকিব, ইফতিয়ার হোসেন।

আক্রমণভাগ: রাব্বি হোসেন রাহুল, মঈনুল ইসলাম মঈন, মিরাজুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, ইফতেসাম রহমান জিদান, নাজিম উদ্দিন।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।