ইয়ামাল-তোরেসদের ছাড়াই যুক্তরাষ্ট্রে বার্সেলোনা
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বার্সেলোনা এখন যুক্তরাষ্ট্রে। নতুন কোচ হ্যানসি ফ্লিকের নেতৃত্বে এ সফরে বার্সা প্রস্তুতি ম্যাচ খেলবে ম্যানেচস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে। তবে এই সফরে কোচ ফ্লিক পাননি এবারের ইউরো মাতানো তরুণ তুর্কি লামিনে ইয়ামালসহ সিনিয়র দলের অন্তত ১০ ফুটবলারকে।
ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকায় খেলা ফুটবলাররা আছেন ছুটিতে। কয়েকজন আছেন স্পেনের অলিম্পিক দলে। কয়েকজন ইনজুরিতে। সব মিলিয়ে ফ্লিককে দল গড়তে গুরুত্ব দিতে হয়েছে জুনিয়র খেলোয়াড়দের দিকে। লা মাসিয়ার তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণের জন্য জায়গা পেয়েছেন সিনিয়র দলে।
ইয়ামালের মতো ছুটিতে আছেন আরেক তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেস। আর ইনজুরিতে দলে জায়গা হয়নি রোনাল্ড আরাউহো, গাবি, পেদ্রি, ফ্রাঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতির।
প্যারিস অলিম্পিকে স্পেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছেন পাউ কুবার্সি, ফারমিন লোপেজ ও এরিক গার্সিয়া। স্বাভাবিকভাবেই তারা বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র সফরের দল থেকে। গুরুত্বপূর্ণ ১০ ফুটবলার বাদ দিয়ে ৩১ জন নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন ফ্লিক।
কন্ডিশনিং ক্যাম্প এবং ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে ম্যাচ খেলে ৭ আগস্ট বার্সেলোনা দল ফিরে যাবে দেশে।
আরআই/এমএইচ/এমএস