দেশে ফিরেছে নারী ফুটবল দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৮ জুলাই ২০২৪

ভুটানের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে রোববার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুতে বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-১ গোলে এবং শনিবার দ্বিতীয় ম্যাচ জিতেছে ৪-২ গোলে।

অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রীতি ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ। অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ না পাওয়ায় ভুটানের বিপক্ষে খেলা ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের। নতুন কোচ পিটার বাটলার নিশ্চয়ই এই দুই ম্যাচে দলের পারফরম্যান্স কাঁটাছেঁড়া করবেন।

এই সিরিজের আগে ভুটানের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাবিনারা। সবগুলোই জিতেছে বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশ ২০ গোল দিয়েছিল। এবার দুই ম্যাচ ৯ গোল দিয়ে ৩ গোল হজম করেছে সাবিনারা।

এই প্রথম বাংলাদেশে নারী ফুটবল দল বিদেশি কোচের অধীনে দেশের বাইরে ম্যাচ খেললো। নতুন কোচ পিটার বাটলারের অধীনে এর আগে ঘরের মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলে হেরেছে নারীরা।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।