১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ক্রোয়েশিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ জুলাই ২০২৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রোয়েশিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার ভিদা। গত রোববার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রোয়েশিয়ার জার্সিতে ১৪ বছর কাটানো এই তারকা। তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।

জাতীয় দলের জার্সিতে দারুণ কিছু অর্জন রয়েছে ভিদার। ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার একাদশে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তার দল। টানা দুই বিশ্বকাপ দলের স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছিলেন ভিদা।

বিদায়কালে ভিদা অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনার ক্যারিয়ারে একবার বিশ্বের সবচেয়ে সুন্দর জার্সি পরা সম্মানের। যখন আপনি এটি ১০৫ বার পরতে পারেন, আপনি সাতটি বড় প্রতিযোগিতায় খেলেন … তাহলে আপনি এই ধরনের বিশেষাধিকারের জন্য অসীমভাবে কৃতজ্ঞ হতে পারেন।’

২০১০ সালে মে মাসে ক্রোয়েশিয়া দলে অভিষেক হয় ভিদার। অবসরের আগ পর্যন্ত ১০৫টি ম্যাচ খেলেছেন ৩৫ বয়সী এই তারকা।

ক্লাব ক্যারিয়ারে এই অভিজ্ঞ ডিফেন্ডার বেয়ার লেভারকুসেন এবং বেসিকটাসের মতো উল্লেখযোগ্য ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে গ্রীক শীর্ষ ক্লাব এথেন্সের হয়ে খেলছেন।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।