মেক্সিকোতে অ্যাগুইরের হ্যাটট্রিক
মেক্সেকো জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হ্যাভিয়ের অ্যাগুইরে। এ নিয়ে তৃতীয়বারের মতো দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএমএফ)।
কোপা আমেরিকায় ব্যর্থতার জেরে হ্যাইমে লোজামোকে বরখাস্ত করেছিল মেক্সিকো। তার পরিবর্তেই অ্যাগুইরের কাছে দলের দায়িত্ব তুলে দিচ্ছে উত্তর আমেরিকার দলটি। অ্যাগুইরের সহকারী হিসেবে থাকবেন বার্সেলোনার রিজার্ভ দলের ম্যানেজার রাফায়েল মারকুইজ।
মেক্সিকো জাতীয় দলের পরিচালক ডুইলিও দাভিনো বলেছেন, ‘দুজনেই স্বতন্ত্র ব্যক্তিগত শৈলীর সাথে অবিসংবাদিত নেতা। আগুইরে একজন নেতা হিসেবে চিহ্নিত করা হয়। যিনি তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে এবং দলের সঙ্গে বন্ধন তৈরি করে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পরিচালনা করেন এবং বোঝাতে সক্ষম।’
এর আগেও দুইবার মেক্সিকোর কোচ হিসেবে কাজ করেছেন অ্যাগুইরে। ২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোকে নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া ২০০৯ সালে কনকাকাফ গোল্ড কাপ জিতেছেন এই কোচ।
অ্যাগুইরের অধীনে ৩৮টি জয় পেয়েছে মেক্সিকো। এর মধ্যে হার ১২টিও ড্র করেছে ১১টি ম্যাচে।
এমএইচ/জেআইএম