ইয়ামালের জুটি হিসেবে নিকো উইলিয়ামসকে পেতে চায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৭ জুলাই ২০২৪

স্পেনের চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন আক্রমণভাগের দুই তরুণ বার্সেলোনার লামিন ইয়ামাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস। স্প্যানিশ লিগে দুই তারকা উইঙ্গারকে যদি এক ক্লাবে জুটি বাঁধেন তাহলে কেমন হবে? সে রমকই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইয়ামাল তো আগে থেকেই খেলছেন, নতুন করে নিকোকেও দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা।

এবারের লা লিগা শুরু হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের দিকে নজর রেখে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এই ফরোয়ার্ড নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। এই তো একদিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপেকে বরণ করে নিয়েছে ক্লাবটির প্রায় ৮২ হাজার সমর্থক।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ যখন এমবাপের মতো একজন হাই-প্রোফাইল তারকাকে এনেছে, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা দলে নিতে চায় গতিস্টার নিকো উইলিয়ামসকে। স্প্যানিশ গণমাধ্যমের মতে, কৌশলগত কারণেই নিকোর দিকে নজর বার্সার।

বার্সাসহ আরও কিছু ক্লাবের অতি আগ্রহ দেখে বিলবাও পরিস্কার করে বলেছে, নিকোকে পেতে ৫৮ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। এই আর্থিক চাহিদা বার্সালোনাসহ যেকোনো আগ্রহী ক্লাবের জন্যই বড় বাধা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিকো উইলিয়ামসের প্রতি আগ্রহ আছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনাল ও চেলসিরও। বিশেষ করে চেলসি উইলিয়ামসকে লম্বা সময়ের জন্য পাওয়ার আগ্রহ দেখিয়েছে। বিলবাওয়ের জার্সিতে এবং জাতীয় দলের জার্সিতে নিকোর পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে চেলসি। নতুন মৌসুমে চেলসির খেলোয়াড় সংগ্রহের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন উইলিয়ামস।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।