ফ্রান্সের বিপক্ষে করা ইয়ামালের ঐতিহাসিক গোলটিই ইউরোর সেরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৭ জুলাই ২০২৪

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দর্শনীয় গোল করেছিলেন স্পেনের লামিন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে ইয়ামালের করা ওই গোলটি ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে করা গোলের রেকর্ডও করেছে। উয়েফা ইয়ামালের সেই গোলটিকে এবারের ইউরোর সেরা ঘোষণা করেছে।

উয়েফার একটি টেকনিক্যাল গ্রুপ টুর্নামেন্টের সেরা ১০ গোল নির্বাচন করেছে। সেখানে ১ নম্বরে রয়েছেন ইয়ামাল। দুইয়ে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহামের করা স্লোভাকিয়ার বিপক্ষে করা গোলটি। শেষ ষোলোয় বাইসাইকেল কিকে অতিরিক্ত সময়ে গোলটি করেছিলেন এই ইংলিশ তারকা।
তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে করা সুইজারল্যান্ডের জারদান শাকিরির করা গোল।

ইউরোর সেরা ১০ গোল

১. স্পেনের লামিন ইয়ামাল, ফ্রান্সের বিপক্ষে।
২. ইংল্যান্ডের জুড বেলিংহাম, স্লোভাকিয়ার বিপক্ষে।
৩. সুইজারল্যান্ডের জারদান শাকিরি, স্কটল্যান্ডের বিপক্ষে।
৪. রোমানিয়ার নিকোলাই স্ট্যানসিউ, ইউক্রেনের বিপক্ষে।
৫. তুরস্কের আর্দা গুলার, জর্জিয়ার বিপক্ষে।
৬. তুরস্কের মার্ট মুলদার, জর্জিয়া বিপক্ষে।
৭. স্পেনের ফাবিয়ান রুইজ, ক্রোয়েশিয়ার বিপক্ষে।
৮. ইংল্যান্ডের ওলিয়ে ওয়াটকিন্স, নেদারল্যান্ডসের বিপক্ষে।
৯. ক্রোয়েশিয়ার মাতিয়া জাকাগনি, ইতালির বিপক্ষে।
১০. নেদারল্যান্ডসের জাভি সাইমন্স, ইংল্যান্ডের বিপক্ষে।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।