তারা ভেবেছে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আমরা রিল্যাক্স করবো: মার্টিনেজ
২০২১ সালে কোপা আমেরিকার পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর সবকিছুই জিতে নিয়েছিল তারা। এরপর অনেকের ভাবনায় ছিল, হয়তো এখন আর আগের মতো ট্রফি জয়ের তাড়না থাকবে না আর্জেন্টিনার। কিন্তু না। শিরোপা জয়ের ক্ষুধা একটু কমলো না আলবিসেলেস্তাদের; যেন আরও বাড়লো। সেই তাড়না থেকেই আরও একবার কোপার শিরোপা জিতে নিলো আর্জেন্ট্নিা।
আজ যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার ইতিহাসে সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আকাশী-নীল জার্সিধারীদের শিরোপা জয়ে বড় অবদান রয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।
ম্যাচ শেষে এমির কথাতেই বোঝা গেছে শিরোপার জন্য কতটা মুখিয়ে ছিল আর্জেন্টিনা। আর্জেন্টাইন এই গোলরক্ষক জানান, বিশ্বকাপের জয়ের পর আরও শিরোপা জয়ের তৃষ্ণা মোটেও কমেনি। যদিও অনেকে মনে করেছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা শিরোপার দিকে বেশি নজর দেবে না।
এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘দুইবার চ্যাম্পিয়ন হতে পারা এই দলটার জন্য সুন্দর একটা ব্যাপার। আমরা দেশের মানুষদের আরও একবার আনন্দ দিতে চেয়েছিলাম। এর জন্য অনেক কষ্ট করেছি। তারা ভেবেছিল চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা রিল্যাক্স (বিশ্রাম) করবো। কিন্তু আমরা দেখিয়েছে কী ধরনের দল এটা।’
আরও একটি কোপা শিরোপা জিতেও অবশ্য সন্তুষ্ট হচ্ছেন না মার্টিনেজ। তিনি বলেন, ‘কলম্বিয়া খুব ভালো খেলেছে। ওদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত। আমরা এখন স্পেনের বিপক্ষে ফিনালেসিমা খেলবো। আরও একটা শিরোপা জেতার সুযোগ। এটা দেখিয়েছে যে আমাদের সবকিছু আছে।’
এই ম্যাচের পুরোটা খেলতে পারেননি আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। প্রথমার্ধে গোড়ালিতে চোট পেলেও খেলা চালিয়ে যান। তবে ৬৪ মিনিটের পর আর মাঠে থাকতে পারেননি। ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছেড়ে বেঞ্চে বসে কাঁদতেও দেখা যায় মেসিকে।
মেসির কান্না নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি ভেবেছিলাম তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে, যেহেতু মাঠেই ছিল। কিন্তু পরে দেখলাম গোড়ালি। এটা খুব খারাপ ছিল। কিন্তু নিকো এসে পরে খুব ভালো করেছে। ডি মারিয়া আরেকদিকে সবকিছু উলোট-পালোট করে ফেলেছে। আমরা তাদের জন্য জিততে চেয়েছি।’
আইএইচএস/এমএইচ/জেআইএম