রেকর্ড গড়ে স্পেন কোচ

‘আধুনিক ফুটবলের চাহিদা পূরণ করেছি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৫ জুলাই ২০২৪

ইউরোতে গতকাল রোববার রাতে রেকর্ড গড়েছে স্পেন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্প্যানিশরা। তবে এখানেই থেমে থাকতে চায় না তারা। খেলার মান বাড়িয়ে সামনের দিনগুলোতে আরও অর্জন নিজেদের নামের পাশে লিখতে চায়। ম্যাচ শেষে স্পেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে এমনটিই জানিয়েছেন।

এবারের ইউরোতে স্পেন ফেবারিট ছিল, এমনটা মনে করছেন না ফুয়েন্তে। তাদের খেলায় আরও উন্নতি হবে এবং সামনে এখনো অনেক পথ বাকি আছে বলে মনে করেন এই কোচ। তবে স্পেন শিরোপা জিততে পেরে তিনি গর্বিত বোধ করছেন। এই ম্যাচের মাধ্যমে আধুনিক ফুটবলের চাহিদার পূরণ করেছে স্পেন, এমনটিও মনে হচ্ছে ফুয়েন্তের।

সংবাদ সম্মেলনে ফুয়েন্তে বলেন, ‘এটা নয় যে আমি ভেবেছিলাম আমরা ফেভারিট। তবে আমি অনুভব করেছি যে আমরা টুর্নামেন্ট জেতার মতো অবস্থানে ছিলাম এবং আমরা পেরেছি।’

‘আমরা এখানে যা করেছি তাতে উন্নতি করা কঠিন। তবে এই দলটি ধারাবাহিকভাবে উন্নতির দিতে যেতে পারে। কারণ তারা কঠোর পরিশ্রম, প্রতিযোগিতা এবং জয়ের চেষ্টা করে। এতে তারা ক্লান্ত হয় না।’

ফুয়েন্তে আরও বলেন, ‘আমি তাদের নিয়ে গর্বিত এবং ঘরে ফিরে আমরা যে উত্তেজনা তৈরি করেছি তাতে খুশি। এই খেলোয়াড়রা ইতিহাস তৈরি করেছে এবং তাদের এখনও অনেক দূর যেতে হবে।’

ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে স্পেন কোচ বলেন, ‘আমাদের খেলায় আরও বহুমুখীতা রয়েছে। আমাদের খেলোয়াড়দের বৈশিষ্ট্যের পুরোপুরি সুবিধা নিয়েছি। আমাদের উইংসে গতি আছে। মাঝমাঠে নিয়ন্ত্রণ, বল দখল এবং খুব শক্ত প্রতিরক্ষা ছিল। যা আমাদের খেলার সবক্ষেত্রে অনেক ভারসাম্য এনে দিয়েছে।’

‘আমি মনে করি, আমরা আধুনিক ফুটবলের চাহিদা পূরণ করেছি। এটি একটি স্বাভাবিক পরিবর্তন এবং আমি মনে করি, এখন এটি করার সময় ছিল।’

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।