ইউরোর সেরা ফুটবলার রড্রি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৫ জুলাই ২০২৪
ইউরোর সেরা ফুটবলার রড্রি/ ছবি: সংগৃহীত

সার্জিও বুসকেটস পরবর্তী যুগে সবাই ভেবেছিল, স্পেন বুঝি তাদের ডিফেন্সিভ মিডফিল্ডে খেই হারিয়ে ফেলবে। কিন্তু রড্রি সেই অভাবটি বোধ করতে দিলেন না।

ক্লাব পর্যায়ে ম্যান সিটির হয়ে দারুণ ফুটবল খেলে দলকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন তিনি।

এবার স্পেনকেও ইউরো জেতাতে সহায়তা করলেন এই তারকা ফুটবলার। আর দারুণ খেলার পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাবও জিতলেন তিনি।

স্পেনের হয়ে ৪৭৪ দিন অপরাজিত রইলেন রড্রি। শেষবার ২০২৩ সালে মার্চ মাসে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হার দেখেছিলেন তিনি। এরপর টানা ম্যাচ জিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই মিডফিল্ডার। এবার তার চোখ ব্যালন ডি’অরে।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।