রেকর্ড গড়া ইয়ামালই জিতলেন সেরা তরুণ ফুটবলারের পুরস্কার
ইউরো টুর্নামেন্টের শুরু থেকেই ১৬ বছর বয়সী লামিন ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছিল সর্বত্র। কেন তিনি পরবর্তী দশক মাতাতে আসছেন, সেটিরই প্রমাণ দিলেন এবারের ইউরোতে।
চার অ্যাসিস্ট ও এক গোল করে স্পেনকে রেকর্ড চতুর্থ ইউরো জিততে সহায়তা করেন ফাইনালের আগের দিন ১৭ বছরে পা রাখা ইয়ামাল। দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের খেতাবও জিতে নিলেন ইয়ামাল।
বার্সেলোনার এই তারকা ফুটবলার ফাইনালেও নিজের প্রতিভার ছাপ রাখেন। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের বিপক্ষে নিকো উইলিয়ামসের করা প্রথম গোলে দারুণ অ্যাসিস্ট করে ইতিহাসের পাতায় নাম লেখান ইয়ামাল।
এই অ্যাসিস্টের মাধ্যমে এক ইউরো টুর্নামেন্টে সর্বোচ্চ চার অ্যাসিস্ট করার রেকর্ডে ভাগ বসালেন এই বার্সা তারকা। ক্রোয়েশিয়া, জর্জিয়া, জার্মানি ও ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করেন তিনি। সেমিতে ফ্রান্সের বিপক্ষে দারুণ এক গোলও করেছিলেন।
এমএমআর/