এক টুর্নামেন্টে ছয়জন জিতলেন গোল্ডেন বুট!
এবারের ইউরোর সেমিফাইনালের পরপরই উয়েফা গোল্ডেন বুটের নতুন নিয়মের কথা সবাইকে জানিয়েছিল। যেখানে উঠে এসেছিল গোলসংখ্যায় যে এগিয়ে থাকবে, সেই গোল্ডেন বুট জিতবে। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলেম সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবে।
ফাইনালের ম্যাচের দিকেই সবাই তাকিয়ে ছিল। কেননা দানি ওলমো ও হ্যারি কেইন দুজনই তিন গোল করে শীর্ষে ছিলেন। তাই তাদের সামনে সুযোগ ছিল সবাইকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু ম্যাচে দারুণ খেললেও কোনো গোল পাননি দানি ওলমো। অন্যদিকে, হ্যারি কেইনকে ৬১ মিনিটেই কোচ মাঠ থেকে তুলে নেন।
আর এর ফলেই প্রথমবারের মতো এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখলো ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।
যে ছয়জন গোল্ডেন বুট জিতেছেন
১. হ্যারি কেইন (ইংল্যান্ড)
২. দানি ওলমো (স্পেন)
৩. কডি গাকপো (নেদারল্যান্ডস)
৪. জামাল মুসিয়ালা (জার্মানি)
৫. জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া)
৬. ইভান শ্রানজ (স্লোভাকিয়া)
এমএমআর/