জকোভিচকে উড়িয়ে ফের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পিএম, ১৪ জুলাই ২০২৪
জকোভিচকে উড়িয়ে ফের উইম্বলডনের রাজা আলকারাজ/ ছবি: সংগৃহীত

সবাইকেই এক সময় জায়গা ছেড়ে দিতে হয়। নোভাক জকোভিচেরও কি শেষের সময় চলে এলো? রেকর্ড ২৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী, টানা চারবার উইম্বলডনের শিরোপা জিতে সার্বিয়ান টেনিস তারকা রাজত্ব হারিয়েছিলেন কার্লোস আলকারাজের কাছে।

গতবার উইম্বলডনের ফাইনালে আলকারেজ-জকোভিচের মধ্যে পাঁচ সেটের তুমুল লড়াই হয়েছিল। তবে এবার সেই লড়াইটাও করতে পারলেন না ৩৭ বছরের জকোভিচ।

রোববার সেন্টার কোর্টে পুরুষ এককের ফাইনালে এক ঘণ্টার মধ্যেই দুটি সেটে জিতে যান আলকারাজ। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি জকোভিচ। ফলে ৬-২, ৬-২, ৭-৬ সরাসরি সেটেই জিতেছেন আলকারাজ।

মাসখানেক আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জকোভিচের। বয়সের ভারও বেড়েছে। সেই কারণেই বোধ হয় আর চেনা ছন্দে দেখা যাচ্ছে না তাকে।

২০২৩-এর পুনরাবৃত্তি হলো ২০২৪ সালেও। ফের সার্ব তারকা হার মানলেন সেই আলকারাজের কাছে। টানা দুইবারের জন্য উইম্বলডনের শিরোপা জিতলেন স্প্যানিশ সেনসেশন।

মাস দুই আগেই ২১তম জন্মদিন পালন করেছেন আলকারাজ। তারই মধ্যে দুটি উইম্বলডনের শিরোপা শোভা পাচ্ছে এই তরুণের ঝুলিতে।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।