ফ্রান্স-জার্মানির মতো নয়, ইংল্যান্ড উঁচু মানের দল: স্পেন কোচ
২০০৮ ও ২০১২ সালের ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। এর আগে ১৯৬৪ সালেও মহাদেশীয় প্রতিযোগিতায় সেরা হয়েছিল স্প্যানিশরা। চতুর্থবারের মতো ইউরো জয়ের লক্ষ্যে এবারও ইউরোর ফাইনালে উঠেছে তারা।
অন্যদিকে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ রাতে শিরোপার লড়াইয়ে ইংলিশদের মুখোমুখি হবে স্পেন। তবে ম্যাচ কোয়ার্টার ও সেমিফাইনালের মতো হবে না। বিশ্বের বিভিন্ন বাঘা বাঘা দলের খেলার ধরনের থেকে ইংল্যান্ডের খেলার ধরনে কিছুটা পার্থক্য রয়েছে বলে মনে করেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফুয়েন্তে বলেন, ‘ফ্রান্স কিংবা জার্মানির থেকে ইংল্যান্ড পুরোপুরি ভিন্ন প্রতিপক্ষ। তাদের ফুটবলারদের মান অনেক উঁচুতে এবং ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে তারা বড় ট্রফি জিতছে। আমাদের আরো শক্তিশালী হতে হবে। যারা ম্যাচে কম ভুল করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি থাকবে।’
স্পেন দলটা অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের মিশ্রণে গঠিত। খেলোয়াড়দের মধ্যে যেন ভালো কম্বিনেশন থাকে, সেদিকে জোর দিতে হবে স্পেনকে।
এ বিষয়ে ফুয়েন্তে বলেন, ‘আমি আমার ফুটবলারদের আরো ভালো খেলার তাগিদ দিবো। ফাইনালের আগে যেমন খেলেছে, তার থেকেও ভালো ফুটবল খেলতে হবে। আমরা ভালো খেলেছি। কিন্তু খুব ভালো হয়নি। আমি সবাইকে বলবো, ম্যাচটি উপভোগ করো এবং ম্যাচের ফলাফল যাই হোক আমি তোমাদের নিয়ে গর্বিত।’
ইংল্যান্ড দলের প্রশংসা করে এই কোচ বলেন, ‘টুর্নামেন্টে ইংল্যান্ড যেমন পারফরম্যান্সই করুক না কেন, ইংল্যান্ড অসাধারণ দল। আমি জানি, তারা ভালো দল এবং দলটির কোচও অসাধারণ। তারা এখন কিংবা খুব কম সময়ে ট্রফি জিতবে।’
ম্যাচের দুই দিন আগে ১৭ বছর বয়সে পা রেখেছেন স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল। মজা করেই ফুয়েন্তে বলেন, এটা অবিশ্বাস্য যে অনেকের জন্মদিন আয়োজিত হচ্ছে এবারের অনুশীলন ক্যাম্পে। এটা প্রমাণ করে যে, আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি।
আরআর/এমএইচ/জিকেএস