ব্রাজিলের ক্লাব নিতে চায় ইতালির ‘ব্যাডবয়’ বালোতেল্লিকে
ইতালির জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন অর্ধযুগ আগে। ব্যাডবয় মারিও বালোতেল্লি রাশিয়া বিশ্বকাপের বাছাই ও ইউরোপা লিগের পর আর ডাক পাননি জাতীয় দলে।
তবে কখনোই আশা ছাড়েননি ক্ষ্যাপাটে এই ফরোয়ার্ড। শেষ চেষ্টার অংশ হিসেবে বালোতেল্লি তুরস্কের লিগ ছেড়ে পাড়ি জমাতে চাচ্ছেন ব্রাজিলে। পেলে-নেইমারদের দেশের ক্লাব করিন্থিয়ান্স থেকে প্রস্তাব পেয়ে সেখানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন ইতালিয়ান এই ফুটবলার।
করিন্থিয়ান্সের ডাইরেক্টর ক্লাউদিনি আলভেস বালোতেল্লির সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলডটকমকে।
করিন্থিয়ান্স মারিও বালোতেল্লিকে ফ্রি এজেন্ট হিসেবে সই করার জন্য আলোচনা করছে। ব্রাজিলিয়ান ক্লাবটির ডিরেক্টর নিশ্চিত করেছেন ‘বালোতেল্লি দুই বছরের জন্য ৬ মিলিয়ন ইউরো দাবি করেছেন।’
করিন্থিয়াস দুই বছরের চুক্তিরই প্রস্তাব দিতে পারে। ক্লাব ও বালোতেল্লির এজেন্টের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলছে। আলভেস যোগ করেন, ‘বালোতেল্লি ব্রাজিলিয়ান ক্লাবে যোগদানের মাধ্যমে ইতালি জাতীয় দলে ডাক পাওয়ার আশা করছেন। তিনি জাতীয় দলে ফিরতে চান এবং এ আশা নিয়েই তিনি ব্রাজিলে খেলতে চান।’
৩৪ বছর বয়সী বালোতেল্লির সাথে তুরস্কের ক্লাবের চুক্তি শেষ হওয়ার পর নতুন দল হিসেবে ব্রাজিলের ক্লাবে যেতে আগ্রহী। আগের মৌসুমে সুপার লিগে ১৬ মাচে সাতটি গোল করেছেন তিনি। ২০১০ সালে আজজুরিদের জার্সিতে অভিষেকের পর ৩৬ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন বালোতেল্লি।
উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের খেলায় পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। একই বছর সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের জয়ে তিনি তার শেষ আন্তর্জাতিক গোলটি করেন।
ইতালিয়ান লিগে এসি মিলান, ইন্টার মিলান এবং ব্রেসিয়ায় খেলেছেন তিনি। সিরি-এ লিগে ১৪১ ম্যাচে ৫২ গোল আছে তার। ইংলিশ লিগে খেলেছেন ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের হয়েও।
আইএইচএস/