কোপার ফাইনাল ম্যাচ পরিচালনায় ব্রাজিলিয়ান রেফারি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ জুলাই ২০২৪

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ যেকোন ফুটবলানুরাগীদের রোমাঞ্চ দেয়। কিন্তু এবারের কোপার ফাইনালে নেই ব্রাজিল। তবে প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া যারা ২৮ ম্যাচ অপরাজিত।

ব্রাজিল দল না থাকলেও ব্রাজিলয়ান রেফারি ঠিকই থাকছেন কোপার ম্যাচ পরিচালনায়। ৪৪ বছর বয়সী ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস কোপার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

আর্জেন্টিনা খেলছে এমন ম্যাচে চারবার ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান; যেখানে আর্জেন্টিনা একটি ম্যাচও হারেনি। তবে সবগুলো ম্যাচই ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

২০২০ সালে প্রথম প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে তিনি দায়িত্ব পান। সে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়। ২০২২ সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে জয়লাভ করে। সেই ম্যাচের পর আর হারেনি কলম্বিয়া; টানা ২৮ ম্যাচ অপরাজিত।

২০২২ সালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ১-১ সমতায় শেষ করলেও এই ম্যাচে ইকুয়েডরকে একটি পেনাল্টি উপহার দেন ক্লাউস। সর্বশেষ ২০২৩ সালে ডিসেম্বরে আর্জেন্টিনা ১-০ গোলে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ম্যাচ পরিচালনা করেছিলেন ক্লাউস।

২০২২ বিশ্বকাপেও তিনি দুইটি ম্যাচ পরিচালনা করেছিলেন যেগুলোরে ইংল্যান্ড ৬-২ ব্যবধানে ইরানকে ও মরক্কো ২-১ ব্যবধানে হারায় কানাডাকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকায় ছিলেন তিনি।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।