বাজে ট্যাকেলের জন্য ক্রুসের ক্ষমাপ্রার্থনা, জবাবে যা বললেন পেদ্রি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৮ জুলাই ২০২৪
সহমর্মিতা দেখানোয় ক্রুসকে ধন্যবাদ জানিয়েছেন পেদ্রি/ ছবি: সংগৃহীত

দীর্ঘদিন জাতীয় দলে ছিলেন না টনি ক্রুস। দেশের ডাকে সাড়া দিয়ে আবার ইউরোতে ফিরেছিলেন অবসর ভেঙে। কিন্তু কোয়ার্টার ফাইনালে স্পেনের সঙ্গে হেরে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। সেই ম্যাচে পেদ্রিকে খুব বাজে ট্যাকেল করেন ক্রুস। ইনজুরিতে ইউরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন পেদ্রি।

পেদ্রির এমন ইনজুরিতে রেফারি কোনো কার্ড দেখাননি। তবে ম্যাচ শেষে টনি ক্রুসই পেদ্রির কাছে এমন বাজে ট্যাকেলের জন্য ক্ষমা চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে।

পেদ্রিও ক্রুসের ভালোবাসা ও ক্ষমাপ্রার্থনায় সিক্ত হয়ে রিয়াল মাদ্রিদ এই কিংবদন্তিকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ২১ বছর বয়সী পেদ্রি লেখেন, ‘ক্রুস, তোমার খুদেবার্তার জন্য ধন্যবাদ। এটা ফুটবল খেলা এবং এখানে এমন কিছু হতেই পারে। তোমার ফুটবল অধ্যায় সবার মনে থাকবে।’

পেদ্রি দলের হয়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে না পারলেও জার্মানিতে থেকে দলকে উৎসাহ যোগাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।