উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে ‘ষাঁড়ের লড়াই’ বললেন ব্রাজিলিয়ান সাংবাদিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৭ জুলাই ২০২৪

ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার কোপা আমেরিকার ম্যাচ দেখে সবার মনেই একটা প্রশ্ন জেগেছে বারবার, একটা ফুটবল ম্যাচে এত ফাউল কি করে হতে পারে? ফুটবল অনুরাগীদের মতো ব্রাজিলিয়ানরাও ক্ষুব্ধ এমন খেলা দেখে। কিছুক্ষণ পরপরই ফাউলের বাঁশি বাজাচ্ছেন রেফারি। আর এতে খেলার ধারাবাহিকতায় বারবারই বিঘ্ন ঘটছিল।

পুরো ম্যাচে মোট ৪১ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। প্রত্যেকবার দেখে মনে হচ্ছিল, এই বুঝি বড় রকমের মারামারি লেগে যাবে। কয়েকবার এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল। পরে রেফারির সমঝোতায় সেটি থেমে যায়।

এমন কোয়ার্টার ফাইনাল দেখে ব্রাজিলের সাংবাদিকরা যারপরনাই হতাশ। বিখ্যাত সাংবাদিক রেনাতো মারিসিও প্রাদো এটাকে ষাঁড়ের লড়াই বলে অভিহিত করেন।

মারিসিও প্রাদো বলেন, ‘আমাদের বিয়েলসার (উরুগুয়ের কোচ মার্সেলো রিয়েলসা) প্রতি অনেক সম্মান আছে। তিনি অনেক কোচদেরও কোচ বটে। কিন্তু আজকে তার চিন্তাচেতনা পুরোপুরি সোজাসাপ্টা ছিল। বল হারালেই বুট দিয়ে কিক মারো। এটা খুব নোংরা ছিল। সে হয়তো অনেক বড় বড় কথা বলতে পারে। সে অনেক কালজয়ী পরিবর্তন আনতে পারে। কিন্তু মাঠের খেলাতে সে সেটা পারলো না। আজকের ম্যাচ পুরোটাই ষাঁড়ের লড়াই ছিল।’

আরেক ব্রাজিলিয়ান সাংবাদিক মিলি লাকোম্বে বলেন, ‘আমরা খুব অবাক হয়েছি। এটা কোনোদিক দিয়েই ফুটবল ম্যাচ ছিল না। বিশেষ করে উরুগুয়ের পক্ষ থেকে। সবজায়গাতে ফাউল হচ্ছিল। সেটা ব্রাজিল কিংবা উরুগুয়ে দুই জায়গাতেই। প্রথমার্ধ দেখাটা চোখের বিষ ছিল।’

বিখ্যাত সাংবাদিক রদ্রিগো মাতোস বলেন, ‘আমার কাছে ব্রাজিলের থেকেও উরুগুয়ের আচরণ খারাপ লেগেছে। আমরা তাদের কাছ থেকে আরও ভালো খেলা আশা করেছিলাম। প্রথম থেকেই তাদের মিডফিল্ডে সৃজনশীলতা ছিল না। সময় গড়ার সঙ্গে সঙ্গে ফুটবলটাও হারিয়ে যায়। পুরো ম্যাচটাই বাজে ছিল।’

আরআর/এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।