স্টুটগার্টে গোল করে বাবার ৩৩ বছরের স্মৃতি ফেরালেন মেরিনো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৬ জুলাই ২০২৪

কাকতালীয় ব্যাপারটা ফুটবলের সঙ্গেই বোধ হয় বেশি ঘটে থাকে। এর আগেও এমন ঘটনা অনেকবার দেখা গেছে। বাবা এক রকমভাবে গোল করছেন, তার অনেক বছর পর ছেলেও তেমনটাই করেছেন। আবার কোনো কিংবদন্তির গোলউদযাপনের অনুরূপ উদযাপন করতেও দেখা গেছে অনেককে। তবে স্পেনেরর মিকেল মেরিনোর বেলায় যেটা ঘটলো, তা রীতিমতো অবিশ্বাস্যই বলা চলে।

জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলায় ১-১ সমতায় ছিল স্পেন। নিকো উইলিয়ামসের বদলি হিসেবে নেমেছিলেন মেরিনো। সবাই যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই লা লিগায় রিয়াল সোসিয়েদাদ তারকার ১২০ মিনিটের দারুণ গোলে অন্তিম মুহূর্তে অবিশ্বাস্য এক জয় পায় স্পেন।

গোল করে কর্নারের ফ্লাগের সামনে গিয়ে উদযাপন করতে দেখা যায় মেরিনোকে। আর এটাই মনে করিয়ে দিয়েছে ৩৩ বছর আগের স্মৃতি।

মেরিনোর বাবা মিগুয়েল মেরিনোও ছিলেন একজন ফুটবলার। স্প্যানিশ লা লিগার ক্লাবে খেলতেন। ১৯৯১ সালে স্প্যানিশ ক্লাব ওসাসুনার হয়ে ইউরোপা কাপের এক ম্যাচে গোল করে এমনই এক উদযাপন করেছিলেন তিনি। শুধু কি তাই? বাবা মেরিনো সেই গোলটি করেছিলেন স্টুটগার্টের স্টেডিয়ামে তাদের বিপক্ষে। ছেলে মিকেল মেরিনো সেই একই স্টেডিয়ামেই গোল করলেন।

আরো সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ১৯৯১ সালে স্প্যানিশ টিভির ধারাভাষ্যে ছিল আলেক্সান্দ্রা জনসন। মিকেল মেরিনোর দেওয়া গোলের সময়েও স্প্যানিশ ধারাভাষ্যে ছিলেন তিনি। ফুটবল বলেই বোধহয় এতসব মেলা সম্ভব।

আরআর/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।