প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল পর্তুগাল-ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ এএম, ০৬ জুলাই ২০২৪
রোনালদোও প্রথমার্ধে বলার মতো কিছু করতে পারেননি/ ছবি: সংগৃহীত

পর্তুগাল আর ফ্রান্স-ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারলো না কোনো দলই। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

প্রথামার্ধে পর্তুগাল শট নেয় মোটে দুটি, একটিও লক্ষ্যে ছিল। ফ্রান্সের ৩ শটের মধ্যে একটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুই ছিল ঢিমেতালে। দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। ২০ মিনিটে এসে প্রথম শট নেয় ফ্রান্স। বক্সের বাইরে থেকে থিও হার্নান্দেজের শট আটকান পর্তুগিজ গোলরক্ষক।

২৮ মিনিটে ফ্রান্সের এদোয়ার্দো কামাভিঙ্গার বক্সের বাইরে থেকে শট পোস্টের বেশ ওপর দিয়ে চলে যায়। ৪২ মিনিটে বক্সের কাছে ফ্রি কিক পায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ডানপায়ের শটটিও পোস্টে নাগাল পায়নি, ওপর দিয়েই চলে যায়।

এমএমআর/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।