আর্সেনালে চুক্তির মেয়াদ বাড়াবেন আরতেতা
গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে শিরোপা জেতানোর দারুণ সম্ভাবনা তৈরি করেছিলেন মিকেল আরতেতা। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির কাছে হার মেনেছেন তিনি। টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করতে হয়েছে তাকে। সে হিসেবে ক্লাবটির সঙ্গে আরতেতার গলায় গলায় ভাব হতেই পারে।
আগামী ২০২৪-২৫ মৌসুমে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আরতেতার। তবে ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করার ইচ্ছে পোষণ করেছেন এই কোচ। মেয়াদ বাড়াতে গেলে সেখানো কোনো ধরনের সমস্যার মুখোমুখি হবেন তিনি, এমনটিই আশা করা হচ্ছে।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’-কে দেওয়া একটি সাক্ষাৎকার আরতেতা বলেন, ‘এই মুুহূর্তে (চুক্তিতে) কোনো আপডেট নেই। যে জিনিসটি পরিবর্তিত হয়নি তা হলো, আমি কতটা খুশি এবং আমি এখানে কতটা মূল্যবান বোধ করি। এবং আমি এই ক্লাবের প্রতিনিধিত্ব করতে কতটা ভালোবাসি।’
স্প্যানিশ এই কোচ আরও বলেন, ‘এই জিনিসগুলো স্বাভাবিকভাবে ঘটে এবং আমাদের সম্পর্ক এতটাই ভালো যে, কোনো সমস্যা হয়েছে বলে আমি
ভবিষ্যদ্বাণী করি না। কিন্তু জিনিসগুলোকে সঠিকভাবে বিকাশ করতে হবে এবং তাহলেই সেটি ঘটবে।’
এমএইচ/এএসএম