দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় পেরুর বিপক্ষে নিষিদ্ধ স্কালোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৯ জুন ২০২৪
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি/ছবি সংগৃহীত

একে তো ইনজুরিতে মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা দল, তার ওপর দলে নতুন করে ‌‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এসে জন্মেছে লিওনেল স্কালোনির ওপর কনমেবলের নিষেধাজ্ঞা।

কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল। এতে করে পেরুর বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না এই বিশ্বকাপজয়ী কোচ।

কানাডার বিপক্ষে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মাঠে আসতে ২০ মিনিটের মতো সময় লাগায়। আবার চিলির বিপক্ষে অতটা না লাগালেও নির্ধারিত সময়ের থেকে দুই মিনিট বেশি নেয় তারা। স্কালোনির পাশাপাশি চিলির কোচ গারেচাকেও নিষিদ্ধ করেছে কনমেবল।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।