২৪ বছরে ৩য় সন্তানের বাবা হয়ে দলের সঙ্গে যোগ দিলেন ফোডেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৮ জুন ২০২৪

ইউরো চ্যাম্পিয়নশিপের মাঝপথেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ফিল ফোডেন। জরুরি পারিবারিক কাজের কারণ দেখিয়ে তার যাওয়া নিশ্চিত করেছিল ইংলিশ এফএ।

পরে তার দেশে যাওয়ার কারণ জানা গেছে। মূলত, সন্তানসম্ভবা বান্ধবীকে সঙ্গ দিতেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে খুশির সংবাদও পেলেন এই ইংলিশ ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

ফোডেনের বান্ধবী ২২ বছর বয়সী রেবেকা ৩য় সন্তানের জন্ম দিয়েছেন। আর ছেলে সন্তানের বাবা হয়েছেন ফোডেন। আগে থেকেই চার বছর বয়সী একটি ছেলে ও এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার। এর আগে চলতি বছরের এপ্রিলেই জানা গিয়েছিল সন্তানের বাবা হচ্ছেন ফোডেন।

খুশির সংবাদ নিয়ে এবার জাতীয় দলে ফিরছেন ফোডেন। রোববার শেষ ষোলোর ম্যাচে তার দল ইংল্যান্ড মুখোমুখি হবে স্লোভাকিয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআর/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।